সোমবার, ১২ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
চুনারুঘাট প্রতিনিধি:।হবিগঞ্জের চুনারুঘাটের পাইকপাড়ায় এখনও আওয়ামীলীগের প্রভাব কাটিয়ে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ আওয়ামীলীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি সহ বিভিন্ন দপ্তরে দিয়েছেন উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ভুক্তভোগী মোঃ মর্তুজ আলী। অভিযোগে উল্লেক করেন তিনি পাইকপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা ছমদ মিয়া,যুবলীগ নেতা তাউজ মিয়া,আব্দুল মালেক, খুর্শেদ আলী, তামিম মিয়া,আব্দুর রহমান,ফারুক মিয়া ও আক্তার মিয়া মিলে একটি সংঘবদ্ধ বালু খেকু বেশ কয়েক বছর যাবত উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ধুলিয়াবর মৌজার সুতাং নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মিশিনের মাধ্যমে সিলিকা বালু উত্তোলন করে। ফলে নদীর দুপাশে ধানের জমি,ফসলী জমি এবং বাড়ি ঘর ভেঙে যাচ্ছে।
এ ব্যাপারে অভিযোগকারী মর্তুজ আলী জানান তাদের বেশ কয়েকবার বাধা প্রদান করলেও আওয়ামীলীগের প্রভাব কাটিয়ে বালু উত্তোলন করে যা এখনও অব্যাহত রয়েছে। এলাকাবাসীর স্বার্থে তিনি অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের জন্য তিনি লিখিত ভাবে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান অভিযোগ পাওয়ার পর আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু বোঝাই ট্রাক্টর আটক করেছি।