সোমবার, ১২ মে ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
শেখ মোঃ হারুনুর রশিদ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্র মাহদী হাসান সামী(১৫) ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছে।
সে ওই ইউনিয়নের পাট্রাশরীফ গ্রামের মৃত এনামুল হকের ছেলে।
এ বিষয়ে আহত মাহদীর চাচা মোঃ সামছুল হক বাদী হয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে পাওয়া,মোঃ মাহদী হাসান সামী প্রতিদিনের ন্যায় রবিবার(২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তাঁর বাই সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা দেয়।সাইকেল নিয়ে পাউকুড়া গ্রাম এলাকায় পৌছলে তার গতিরোধ করে একদল কিশোর ছিনতাইকারী।এসময় মাহদীকে তাঁর সাইকেল দিয়ে দিতে বলে ছিনতাইকারীরা।অন্যতায় তাকে মারার হুমকি দেয় তারা।মাহদী সাইকেল দিতে না চাইলে ছিনতাইকারীরা লোহার রড দিয়ে মাহদীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে মাহদী।ওই সময় ছিনতাইকারী দলের একজন মাহদীকে একটি অটোরিকশা দিয়ে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে জরুরী বিভাগে রেখে চলে যায়।সেখান থেকে অজ্ঞাত এক ব্যক্তি মাহদীর চাচা সামছুল হককে মোবাইল ফোনে বিষয়টি অবগত করলে মাহদীর চাচাসহ পরিবারের লোকজন হাসপাতালে এসে আহত মাহদীকে হাসপাতালে ভর্তি করেন।সে চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।