• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিম ঢাকায় আটক

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:  হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সেলিম (৫০) কে আটক করেছে র‌্যাব-২।

মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার ধানমন্ডি এলাকার ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের নিচ থেকে তাকে আটক করা হয়। আটকের পরপরই তাকে র‌্যাব-২ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

র‌্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ শহরের হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে হবিগঞ্জের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর থানার এসআই হুমায়ুন কবির ও এএসআই আব্দুল ওয়াদুদ একটি টিম নিয়ে আতাউর রহমান সেলিমকে আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জ শহরে দুই যুবক মারা যায়। দু’টি মামলায়ই আতাউর রহমান সেলিম এজাহারভূক্ত আসামী। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। একটি সূত্র জানিয়েছে, আজ বুধবার আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ সদর থানায় আনা হবে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল আলম জানিয়েছেন, শুনেছি ঢাকা র‌্যাব-২ এ আতাউর রহমান সেলিমকে আটক করেছেন। আমাদের পুলিশও তাকে আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। থানায় আসার পর আমি নিশ্চিত তথ্য দিতে পারব।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ