সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে পুলিশের বিভিন্ন ইউনিটের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার রাধারগর এলাকায় অবস্থিত প্যারাগন রিসোর্ট থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। পরে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারতে পালানোর জন্য শ্রীমঙ্গলের ওই রিসোর্টে অবস্থান করছিলেন কাউন্সিলর সিরাজুল ইসলাম।