পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে : মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে বকেয়া মজুরির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চা শ্রমিক। ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন পাত্রখোলা চা বাগানে ১৯ দিন ধরে বেতন-ভাতা, রেশন ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছে চা শ্রমিকরা।
অন্যদিকে একই দাবীতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানে চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান না করায় ১ ঘন্টা কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার পাত্রখোলা চা বাগান ফ্যাক্টরির ফটকের সম্মুখে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।
মাবনবন্ধনে বক্তারা বলেন, চা বাগানের শ্রমিকদের ১৯ দিন ধরে মজুরি বন্ধ রয়েছে। শুধু মজুরী নয় তাদের রেশন ও চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে,হাসপাতাল গুলোতে ঔষধ নেই। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। এতে করে তারা মানবেতর জীবন-যাপন করছে। অনেক দোকানীরা বাকি দিতে চাইছে না। দ্রুত বকেয়া মজুরি প্রদান না করা হলে আগামী সোমবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মাবনবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সাধারন সম্পাদক মোবারক হোসেন, আমিনুল ইসলাম আমুল, চা শ্রমিক যুব নেতা প্রদীপ পাল, চা ছাত্র যুব পরিষদের সহ-সভাপতি রিয়াজ আহমেদ চা শ্রমিক সর্দার স্বপণ মাদ্রাজি, শ্রমিক নেতা স্বপন কুর্মী প্রমুখ।
পাত্রখোলা চা বাগানের ম্যানেজার দিপন কুমার সিংহ বলেন, ‘সরকার পরিবর্তনের কারণে কোম্পানির পরিচালনা পরিষদ ভেঙ্গে গেছে। তাই এসব সমস্যা হচ্ছে। পুনরায় পরিচালনা পরিষদ গঠন হলে আর এই সমস্যা থাকবে না।’