সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দোকান বাকীর পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আমির হোসেন (৭০) নামের এক নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।
নিহত ব্যক্তি রাজাপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে। আহত ব্যক্তিদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রাজাপুর-কাইতগাঁও গ্রামের দোকানদার জলিল মিয়া একই গ্রামের মতি মিয়ার কাছে দোকান বাকি নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সোমবার রাত ৮টার সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ দিকে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আজ মঙ্গলবার ভোর ৩টার দিকে আমির হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।