মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করছে। শনিবার ( ২৪ আগষ্ট) খোয়াই নদীর পানি বিপৎসীমার প্রায় ২২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
বন্যার পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি ও রাস্তাঘাট ধীরে ধীরে ভেসে উঠছে। তবে জেলার ৫টি উপজেলার ২২টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দী। এ পর্যন্ত জেলায় ৭টি আশ্রয়কেন্দ্র মোট ১ হাজার ৭ জন আশ্রয় নিয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘খোয়াই নদীসহ অন্যান্য শাখা নদীর পানি কমেছে। বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে পানি। ভারী বৃষ্টি না হওয়াতে নিম্নাঞ্চলের পানি সরে বন্যার সার্বিক উন্নতি হচ্ছে।’