• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে কমছে বন্যার পানি

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

করাঙ্গীনিউজ: হ‌বিগঞ্জে বন‌্যার পা‌নি কমতে শুরু কর‌ছে। শনিবার ( ২৪ আগষ্ট) খোয়াই নদীর পা‌নি বিপৎ‌সীমার প্রায় ২২০ সেন্টিমিটার নি‌চ দিয়ে প্রবা‌হিত হচ্ছে। ফলে সার্বিক বন‌্যা প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হচ্ছে।

বন‌্যার পা‌নিতে ডুবে যাওয়া ঘরবাড়ি ও র‌াস্তাঘাট ধীরে ধীরে ভেসে উঠছে। তবে জেলার ৫টি উপজেলার ২২টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দী। এ পর্যন্ত জেলায় ৭টি আশ্রয়কেন্দ্র মোট ১ হাজার ৭ জন আশ্রয় নিয়েছে।

হবিগঞ্জ পা‌নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘খোয়াই নদীসহ অন‌্যান‌্য শাখা নদীর পা‌নি কমেছে। বিপৎসীমার নিচে প্রবা‌হিত হ‌চ্ছে পানি। ভারী বৃ‌ষ্টি না হওয়া‌তে নিম্নাঞ্চ‌লের পা‌নি সরে বন‌্যার সা‌র্বিক উন্ন‌তি হচ্ছে।’

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ