• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীসহ দু’জনের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ও লাখাই উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীসহ দু’জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার পৃথক পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।

বিকাল ৩টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা যশকেশরী গ্রামের সেলিম মিয়ার ৪ বছর বয়সী শিশুকন্যা পার্শ্ববর্তী একটি স্কুলে খেলতে যায়। এসময় মাটিতে থাকা বিদ্যুতের আর্থিং তারের সাথে জড়িয়ে পড়ে সে।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন

এদিকে, লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমসু মিয়া (৫৮) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলার ভাদিকারা গ্রাম সংলগ্ন কালীটেক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জমসু মিয়া নামে ওই ধান ব্যবসায়ী স্থানীয় বুল্লাবাজার থেকে ধানের বোঝাই নৌকা নিয়ে গ্রামের বাড়ি নোয়াগাঁও গ্রামে ফিরছিলেন।
পথিমধ্যে নৌকায় থাকা অবস্থায় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পানিতে পরে যান তিনি। পরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ