• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর হাতে ডাকাত আটক

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে এক ডাকাত। তবে এলাকাবাসী ও ছাত্র-জনতার উপস্থিত টের পেয়ে ডাকাত চক্রের বাকী সদস্যরা পালিয়ে যায়।

বাংলাদেশ সেনাবাহিনী শ্রীমঙ্গল ক্যাম্প সুত্রে জানাযায়, শনিবার ভোর রাতে শ্রীমঙ্গল কলেজ রোড এলাকায় ডাকাতের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ডাকাত দলের এক সদস্যকে আটক করে সেনা ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম শ্রীমঙ্গল কলেজ রোড থেকে ওই ডাকাতকে আটক করে।

ধৃত ডাকাতের নাম সাগর সাওতাল (২৮)। তার বাবার নাম কিশোর সাঁওতাল।

শ্রীমঙ্গল আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো: মেজবাউর রহমান বলেন, ধৃত এ ডাকাত এর আগেও একাধিকবার ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে সে জেল কাটে। শ্রীমঙ্গল থানার কার‌্যক্রম স্বাভাবিক না হওয়ায় ধৃত ডাকাতকে সেনা ক্যাম্পেই রাখা হয়েছে। তিনি জানান, বাকী সদস্যদের ধরতে অভিযান অভ্যাহত আছে একই সাথে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় সার্বক্ষনিক টহল জোরদার রয়েছে।

তিনি বলেন, চুরি-ডাকাতি বা যে কোন বল প্রয়োগ মূলক অপরাধ করলে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ