মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় হিন্দুধর্মাবলম্বিদের সাথে সাক্ষাত ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী।
শুক্রবার বিকেলে উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে হিন্দুধর্মাবলম্বিদে সাথে সাক্ষাত এবং তাদের মন্দির পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক কামরুল হাসান, ওয়াল্ডভিশন নেটওয়ার্কের সভাপতি মোঃ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী মামুন আল রশিদ, আব্দুল আহাদ, সাজাব আলী সোহেল ও উপজেলা ছাত্রদলের আহ্বাক সামছুল আলম রিপনসহ আরো অনেকেই।
ভাইস চেয়ারম্যান প্রথমে আমুদপুর গ্রামে ঋষিসম্প্রদায়ের মন্দিরে যান। সেখানে তাৎক্ষণিক উপস্থিত হওয়া গ্রামবাসীর সাথে কথা বলেন। পরে জাঙ্গালীয়া গ্রামবাসীর খোঁজখবর নেন।
এছাড়া ব্রাহ্মণডুরা ও সূচিউড়া গ্রামে মন্দির পরিদর্শন করেন এবং গ্রামবাসীর সাথে কথা বলেন। পুরাইকলা বাজার ও সূচিউড়া বাজারে ব্যবসায়ীদের সাথে সাক্ষাত করেন এবং ব্যবসায়ীরা আতংকিত না হয়ে সচেতন হবার আহ্বান জানান।
এসময় ভাইস চেয়ারম্যান আফজল আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমান সরকারকে সকলে যার যার অবস্থান থেকে সহযোগিতা করা প্রয়োজন। দূষ্কৃতিকারীকে চিহিৃত করে আইনের আওতায় সোপর্দ করতে হবে।