সোমবার, ১২ মে ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সেনা সদস্য পরিচয় দিয়ে পুলিশ ফাঁড়ি থেকে দুটি মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন তিনজন।
বুধবার বিকেলে উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সেনা সদস্য পরিচয়দানকারী সাতগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুল ওয়াহিদ (৩৫) একই এলাকার কাইয়ূম মিয়ার ছেলে রাহেল মিয়া (৩২) একই গ্রামের আতিক উল্লার ছেলে নাঈম মিয়া (৩৫)।
পুলিশ কর্মবিরতীতে থাকায় এই ফাঁকে থানায় পড়ে থাকা মালামাল নিতে চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় বাহুবল উপজেলার অধিনে কামাইছড়া পুলিশ ফাঁড়ির তালা ভেঙ্গে ভিতরে থাকা দুটি মোটরসাইকেল বের করে রাস্তায় নিয়ে আসলে স্থানীয় জনতার সন্দেহ হলে তাদের আটক করে। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রাইভেটকার সহ জনতা তাদের ধাওয়া দিয়ে আটক করে বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন সালেহীকে খবর দেন। সেখানে উপজেলা চেয়ারম্যান উপস্থিত হয়ে তাদের মিরপুর বাজারের ভাই ভাই রাইস মিল এলাকায় নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় করেন। পরে তিনি সেনা বাহিনীকে খবর দিলে শায়েস্তাগঞ্জে দায়িত্বে থাকা মেজর শাহিন আলম তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।
সেনা সদস্য পরিচয় দানকারী আব্দুল ওয়াহিদ জানান, তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
মেজর শাহিন আলম জানান, তিন জনের মাঝে একজন সেনা সদস্য পরিচয় দিয়েছেন তার সত্যতা আমাদেও কাছে নাই, আমরা পুলিশের কাছে হস্তান্তর করব, পুলিশ সেটা নিরুপন করবে।