মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় হামলার ঘটনায় গুলিতে ৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের শানু মিয়ার পুত্র হাসান মিয়া (১২), মাইজের মহল্লা গ্রামের আব্দু নুরের পুত্র আশরাফুল মিয়া (১৭, জাতুকর্ণ পাড়া গ্রামের আব্দুর রউফের পুত্র নয়ন মিয়া (১৮), কামালখানী গ্রামের নয়ন মিয়া (১৮), পুর্বপাড় গ্রামের ধনাই উল্লাহরপুত্র সাদিকুর রহমান (৩০) এবং পাড়াগাও গ্রামের শমসের মিয়ার পুত্র মোজাক্কির মিয়া (৪০)। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।
স্থানীয়রা জানান- সোমবার সকালের দিকে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা জয়নার মিয়ার নেতৃত্বে বানিয়াচং উপজেলা সদরে একটি শো ডাউন করা হয়। এসময় আন্দোলনকারীদের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আন্দোলনকারীরা থানায় হামলা করলে পুলিশ গুলি ছুড়তে থাকে। আন্দোলনকারীরা থানায় ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। গুলিতে উল্লিখিত ৬জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয়েছে একশরও বেশি। উত্তেজিত জনতা হায়দারুজ্জামান ধন মিয়ার বাড়ি আগুনে পুড়িয়ে দেয়।