• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একদফা দাবীতে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেলে আঘাতে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।

রোববার ( ৪ আগষ্ট) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পযর্ন্ত স্টেশন রোডে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা দাউদনগর বাজার বাল্লা রেলগেইটের সামনে দুপুর ২টা থেকে জড়ো হতে থাকে। বিকাল ৩টার দিকে হাজার হাজার আন্দোলনকারীরা এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল সহকালে রেলস্টেশনের দিকে এগিয়ে যায়।

অপরদিকে স্থানীয় আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ রেলওয়ে পার্কিংয়ে অবস্থান নিয়ে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান করতে থাকে। হঠাৎ ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ আগুন দেখা গেলে খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ে পার্কিংয়ে আন্দোলনকারী টায়ারে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও বেশ কয়েকটি দোকানপাঠ ভাংচুর করা হয়।

সংঘর্ষে অর্ধশতাধিক লোক গুরুতর আহত হলেও ৭ টায় পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কিংবা প্রশাসনের কোনো লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

 

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ