করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবক নিহত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

করাঙ্গীনিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’ ঘিরে হবিগঞ্জে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে রিপন শীল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরও শতাধিক লোক আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায়জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল মোমিন উদ্দিন চৌধুরী নিহতের বিষয়টি  নিশ্চিত করেন।
নিহত রিপন শীল হবিগঞ্জ শহরে আনন্তপুর এলাকায় রতন শীলের ছেলে।

রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা সদরের টাউন হল রোডে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলে বিকেল সোয়া ৫টা পর্যন্ত আন্দোলনকারীরা টাউন হল রোডে সংসদ সদস্য আবু জাহির ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বাসা ঘেরাও করে ইটপাটকেল ছোড়েন।

আন্দোলনকারীরা সাবেক সংসদ সদস্য মজিদ খানের বাসার সামনের গ্যারেজে আগুন দেন। সেই সঙ্গে পাশের চারটি দোকান, মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশাসহ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত সংসদ সদস্য আবু জাহির তার বাসায় অবরুদ্ধ ছিলেন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনাবাহিনী তাকে উদ্ধার করে নেওয়ার চেষ্টা করছিল।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ