বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে নাশকতা মামলার আসামী হাবিবুর রহমান নামের এক প্রভাষককে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২৮ জুলাই) রাত ৮টায় বশিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি বাহুবল উপজেলার চারগাঁও প্রকাশিত হাফিজপুর গ্রামের আব্দুল হাশিমের ছেলে। সে মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক।
পরে গ্রেফতারকৃত আসামীকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২০ জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর বাজারে পুলিশের উপর হামলার ঘটনায় থানার এসআই শুভ্র চন্দ্র দাস বাদি হয়ে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪শনকে আসামী করে মামলা দায়ের করে। সে ওই মামলার এজহার নামীয় আসামী।