মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণে তাঁকে সিলেটের পপুলার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত বুধবার দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
প্রথমে তাকে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত বৃহস্পতিবার তাকে সিলেট প্রেরণ করা হয়।
তিনি সদর থানায় যোগদানের পর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তিনি বিএনপি নেতাকর্মীদের হামলায় চোখে আঘাত পান। দীর্ঘদিন তিনি ঢাকার পুলিশ হাসপাতাল ও ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে ফিরে আসেন।