মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জ জেলার জনশৃঙ্খলা ও সর্বসাধারণের জানমাল রক্ষার্থে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৪ (১) উপধারা অনুযায়ী চলমান সান্ধ্য আইন আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত তারফিউ শিথিল থাকবে।
আর রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে বলে জানালেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।
বিজ্ঞপ্তিতে জেলা ম্যাজিস্ট্রেট বলেন- হবিগঞ্জ সান্ধ্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত প্রশাসন; শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তি। জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য, চিকিৎসা ও অনুরূপ সেবা কাজে নিয়োজিত ব্যক্তি এর বাহিরে থাকবে।