মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুনবাজারস্থ ডিম, আলু ও চাল বাজারের ঝুঁকিপূর্ণ একতলা ভবনটি ভেঙে ফেলা হয়েছে। এখানে নতুন ভবন নির্মাণ করবে পৌরসভা। তবে মার্কেটটি ভাঙায় বিপাকে পড়েছেন মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সোমবার (১৫ জুলাই) সকালে এক্্েরবেটর দিয়ে ভবন ভাঙার কাজ শুরু করে পৌর কতৃপক্ষ। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়াতে এর নিচে থাকা ১০৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নোটিশ দিয়ে তাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে পৌরসভা কতৃপক্ষ জানায়।
মার্কেটের ডিম ব্যবসায়ী পরিতোশ দেব জানান, তিনি কোন নোটিশ পাননি। দীর্ঘ ৩০ বছর ধরে এখানে ব্যবসা করে আসছেন। হঠাৎ করে মার্কেট ভবন ভেঙে ফেলাতে তিনি সহ অন্যরা অসহায় হয়ে পড়েছেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম জানান, এই মার্কেটটি ঝুঁকিপূর্ণ হলেও বিগত কয়েক বছর ধরে স্থানীয় ব্যবসায়ীদের বাঁধার মুখে ভাঙা সম্ভব হচ্ছিলনা। জনগণের জানমালের নিরাপত্তার কথা ভেবে জেলা কনডেম কমিটি এটিকে পরিত্যক্ত ঘোষণা করে। ভাঙার কাজ শেষ হলে এখানে নতুন একটি আধুনিক মার্কেট নির্মাণ করা হবে।