• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে ফসলী জমি ভরাট, পানি নিষ্কাশনের রাস্তা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের কাকাউশ, রাকিসহ দুই মৌজার ফসলী জমি ভরাট করে হাওরের বৃষ্টির পানি প্রবাহে অসুবিধা সৃষ্টি করে কৃষকের জমির ফসল নষ্ট ও ক্ষতি করছে একদল লোক।

জানা গেছে, রাকি গ্রামের ফারুক মিয়া, মিশুক মিয়া, ইদ্রিছ মিয়া, রহমত মিয়া, মোঃ শাহীন মিয়া, মানিক চৌধুরীর জমির উপর দিয়ে বৃষ্টির পানি প্রবাহ হতো। তারা তাদের জমি ভরাট করে হাওরের বৃষ্টির পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করে উক্ত এলাকার কৃষক মোঃ আব্দুর রহিম, মোঃ আকছির মায়া, মোঃ আক্তার মিয়া, আঃ কাদির, মীরা সেন, মোঃ দুলাল মিয়া, মোঃ আন্নর আলীসহ অন্যান্য কৃষকের পানি নিষ্কাশনে ব্যাপক ক্ষতি করেছে।

এলাকাবাসী জানান, জমি ভরাটের ফলে সামান্য বৃষ্টি হলেই জমিতে পানি জমাট বেঁধে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং পানি নিষ্কাশন হচ্ছে না। এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়ার দাবি জানালে এর কোন প্রতিকার পাওয়া যায়নি।

গত ৩ জুলাই ভুক্তভোগী কৃষকেরা এর প্রতিকার চেয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ