• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

স্কুল থেকে বাড়ি ফেরা হল না সিজানের

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বাহুবলে স্কুল থেকে বাড়ি ফেরা হল না স্কুল ছাত্র সিজান মিয়া (১২) নামের এক স্কুল ছাত্রের।
 ঢাকা গামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে চাপ দিলে ঘটনাস্থলেই তার দেহ থেতলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তিতারকেনা নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
তার এমন অবস্থা দেখে উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধের ফলে উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে।
নিহত স্কুল ছাত্র মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের কবির মিয়ার ছেলে। সে স্থানীয় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিজান বাইসাইকেল নিয়ে মহাসড়কের তিতারকোনা পয়েন্টে আসা মাত্রই বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী ইউনিক পরিবহন উল্টো দিক থেকে এসে তাকে চাপ দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
খবর পেয়ে বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসাইন ও মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ