শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন
মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য পদ পেলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান
নিজস্ব প্রতিনিধি: মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট দ্বারা পরিচালিত মিরপুর ইসলামি একাডেমি কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুলাই) দুপুরে একাডেমি অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ুটিত হয়।
সহকারী শিক্ষক সাঈদ আহমদের পরিচালনায় মিরপুর ইসলামি একাডেমির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসাইন সালেহী।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ: প্রধান শিক্ষক মিজানুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানোন্নয়নে আলোচনা করেন মিরপুর ইসলামি একাডেমির ব্যাবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান মাসুম। আলোচনা করেন প্রতিষ্ঠানটির দাতা সদস্য রহমত মুন্না সহ অভিভাবকবৃন্দ।
এসময় প্রধান অতিথিকে মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য পদের সম্মাননা সনদপত্র তুলে দেন ট্রাস্টের সদস্যবৃন্দ।