• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে পিকআপ চাপায় অন্তসত্বা নারী নিহত 

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৭ জুলাই, ২০২৪

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং নামকস্থানে সিএনজি অটোরিক্সা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিতু আক্তার (২৫) নামে এক অন্তঃসত্বা নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও ৪ যাত্রী আহত হয়েছেন। মৃত মিতু আক্তার মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সুতাং নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

 

পুলিশ সূত্র জানায়, মিতু আক্তার হবিগঞ্জ থেকে ডাক্তার দেখানো শেষ করে সিএনজি অটোরিক্সাযোগে বাড়ি ফেরার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং নামকস্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতু আক্তারের মৃত্যু হয়। আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে, কর্তব্যরত ডাক্তার এর মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গাড়ি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ