শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা তৈরি ও কাঙ্খিত মূল্য প্রাপ্তির লক্ষে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ( বিটিআরআই) এ প্রিন্সিপাল এন্ড প্রসেস অব কোয়ালিটি টি ম্যানুফেকচারিং বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় শ্রীমঙ্গলস্থ পিডিইউ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম এনডিসি,পিএসসি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মো. নুরুল্লা নূরী, বিটিআরআই পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন,পিডিইউ পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও দেশের বৃহত্তম চা কোম্পানি ফিলনে টি কোম্পানির সিইও তাহসিন আহমেদ চৌধুরী। এছাড়া দেশের ১৫৬ টি চা বাগানের প্রতিনিধি, চা বোকার্স এসোসিয়েশন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।