শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
শাহ্ মোঃ মামুনুর রহমান: হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতাল দালাল নির্মূল করনে লক্ষ্যে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড সম্মিলিত মানবাধিকার বিশ্ব হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে গত ৪জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার হবিগঞ্জ, বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ থাকে য়ে
হবিগঞ্জ জেলার মানুষের একমাত্র চিকিৎসার আশ্রয়স্থল হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতাল,জেলার বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আশা রোগিরা চিকিৎসা নিতে এখানে আসে। হাসপাতালতে দীর্ঘ দিন যাবৎ স্হানীয় ও বহিরাগত একদল দালাল চক্র হাসপাতালটি দখল করে রেখেছে। তাদের চত্র ছায়ায় হাসপাতালে ঘটেছে চুরি চিনতাই সহ নানা অপ্রীতিকর ঘটনা।দালালদের সিন্ডিকেট এতই শক্তিশালী য়ে তাদেরকে ছাড়া কোন ঔষধপত্র বাহির থেকে কেনা যায় না। হাসপাতালে ভর্তি
অসহায় গরীব রোগী কে বিভিন্ন কায়দায় জিম্মি করে পরিক্ষা নিরিক্ষার নাম করে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় দালাল চক্র।
প্রতিদিনই দালালদের উৎপাতেগ্রাম অঞ্চল থেকে আশা সহজ সরল রোগী ও রোগীর স্বজনরা তাদের খপ্পরে পরে প্রতারিত হয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে । দলালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বার বার হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেও কার্যত কিছুই হয়নি বিষয়টি তদন্ত পূর্বক এ ব্যপারে হাসপাতালটি দালাল নির্মূল করনের লক্ষ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড সম্মিলিত মানবাধিকার বিশ্ব হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জোর দাবী জানানো হয়।