• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

এমপি সুমনের হুমকিদাতাকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকি দাতাদের গ্রেফতারের দাবিতে মাথায় কাপনের কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনসাধারণ।

বক্তারা বলেন, এক সপ্তাহের সময় দিলাম, যদি এক সপ্তাহের মধ্যে অধরাধীদেরকে আটক করা না হয় তাহলে আমরা রেলপথ ও সড়কপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সোমবার (১ জুলাই) বিকেল ৫টায় মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, যে বা যারা সংসদ সদস্যকে হত্যার হুমকি দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য। নতুবা বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক উপজেলা সভাপতি শাহ মো. মুসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বহরা ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহ সৈয়দ হাবিব উল্লাহ সূচন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ