• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গরমে যেমন অস্বস্তি ভোগাবে বৃষ্টিও

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

করাঙ্গীনিউজ ডেস্ক: আষাঢ় মাসে বৃষ্টি হবে এটিই স্বাভাবিক। কিন্তু বর্তমান আবহাওয়ায় মানুষ এখন ঠিক বুঝে উঠতে পারছে না কখন গ্রীষ্ম আর কখন বর্ষাকাল। গত জুন মাস গেছে তীব্র তাপদাহে। পহেলা আষাঢ়ে অনেকের ধারণা হয়েছিল এ বুঝি বৃষ্টি নামবে। বৃষ্টি নামল যখন তখন আষাঢ়ের মাসের অর্ধেকটা সময় চলে গেছে। এখন বৃষ্টি হচ্ছে। কখনো থেমে, আবার কখনো অঝোর ধারায়। আকাশভরা ঘন মেঘ। এ মেঘ বৃষ্টি ঝরাচ্ছে। এখন সবার মধ্যে কৌতূহল, এ বৃষ্টি কখন থামবে। কারণ টানা বৃষ্টিতে দেশের কোথাও কোথাও বন্যা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি থামতে দেরি হবে। পুরো সপ্তাহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এর কারণ হিসেবে জানানো হয়, মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ছে। আর লঘুচাপের প্রভাবে সারা দেশে এখন বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি শিগগির থামার কোনো সম্ভাবনা নেই।

গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি দেশের কোথাও না কোথাও হচ্ছে। তবে বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও গরম সহজে কমছে না। এক ধরনের ভ্যাপসা গরম বিরাজ করছে।

গত মাসে আবহাওয়াবিদ জানিয়েছিলেন, এখন গরম যেমন দেশের মানুষকে অস্বস্তিতে ভোগাচ্ছে, আষাঢ়ের বৃষ্টিও তেমনি ভোগান্তিতে ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ