মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী হোসাইন আদিল মোঃ জজ মিয়ার বিরুদ্ধে মেম্বারগণ অনাস্থা দিয়েছেন।
রোববার ( ৩০ জুন) বিকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদনে ১০ জন মেম্বার স্বাক্ষরিত অনাস্থা দায়ের করা হয়।
অনিয়ম দুর্নীতি, স্বজনপ্রীতি বরাদ্দ, লুটপাট, ভুয়া প্রকল্প দাখিলের মাধ্যমে একক সিদ্ধান্ত কায়েমসহ ১৩টি অভিযোগ দায়ের করেছেন মেম্বারগণ।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা বিষয়টি নিশ্চিত করে জানান- আইন অনুযায়ী তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।