• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে ২ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৩০ জুন, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই মাহমুদুর রহমান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম জেলার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্তরে অভিযান চালিয়ে কামাল হোসেন (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত কামাল হোসেনের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা। গ্রেপ্তারকৃত কামাল হোসেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার গোলাপনগর (ডান চাঁনপুর) গ্রামের শাসুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত কামাল হোসেনের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মাদক আইনে ৫ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ