শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: নাম তুহিন মিয়া, বয়স ১০ বছর। নানার বাড়িতে নানা-নানির সাথে থেকে বড় হচ্ছে। নানা তাকে মাদরাসায় ভর্তি করান। গেল ঈদের ছুটিতে মাদরাসা থেকে নানার কাছে আসে। ছুটি শেষে মাদরাসা চালু হলেও তুহিন যাই যাচ্ছি করে কালক্ষেপন করছিল। গত ২৫ জুন বাড়ি থেকে বের হলে আর ফিরেনি।
এরিপোর্ট লেখা পর্যন্ত আজ পাঁচদিন হলেও তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত নানা বাদি হয়ে ২৭ জুন শায়েস্তাগঞ্জ থানা সাধারণ ডায়েরীভুক্ত করেছেন।
জানা গেছে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক গ্রামের কামাল মিয়ার ছেলে তুহিন মিয়া।
তুহিন মিয়ার নানা লাল মিয়া জানান- শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড দক্ষিণবড়চর (তালুগড়াই) মডেল হাফিজিয়া মাদরাসার ছাত্র। গত ২৫ জুন সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর আসেনি। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও কোথাও নাতিকে পাননি লাল মিয়া।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোবারক হুসেন ভুঁইয়া জানান- মাদরাসার ছাত্র নিখোঁজ বিষয়ের জিডি মর্মে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যা যা করার সবই করার হচ্ছে।