• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় মহাসড়কে ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

 

বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৫ টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে দুর্ঘটিনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের বিরামচর এলাকায় প্রতিদিনের ন্যায় হাইওয়ে থানার সামনে চেক পোস্ট বসানো হয়।

 

ভোর সাড়ে ৫ টায় দিকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৪৬৬৭) চেকপাস্ট অমান্য করে সড়কে দাড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হক (২৫) কে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্তলেই মারা যান।

 

নিহত রবিউল হক চট্টগামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।

এ সময় ট্রাক চালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের  ছেলে রমজান (১৮) ও মনিরুল ইসলাম (২৬) কে আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ