হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের চাপায় শারবান বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছে। এঘটনায় মাইক্রোবাসকে আটক করা হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেলে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা শারবান বেগম (৭০) পানিউমদা উত্তরহাটি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।
পুলিশ জানায়- বিকেলে শারবান বেগম (৭০) পানিউমদা বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হওয়ার সময় সিলেটগামী ঢাকা (মেট্রো চ-৫১৩৯০৩) মাইক্রোবাস শারবান বেগমকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে শারবান বেগমের মৃত্যু হয়।