• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে পোল্ট্রি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২১ জুন, ২০২৪

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া নামের এক পোল্ট্রি ব্যবসায়ীকে শ্বশুরবাড়ী লোকজন কর্তৃক হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ১০ টার দিকে তার বসত ঘরে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

নিহত পোল্ট্রি ব্যবসায়ী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মাসুক মিয়া (৩৫)।

সরজমিনে গিয়ে দেখা যায়, তার লাশ বসত ঘরের পিছনের বারান্দায় উপুত হয়ে পড়ে রয়েছে। ঘাড়ে ও হাটুতে রক্তের দাগ রয়েছে।

নিহতের মা বলেন, পাশের গ্রাম চিচিরকোট গ্রামের মাসুক বিয়ে করে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ীর লোকদের সাথে বিরোধ চলে আসছিল। তার স্ত্রী বাদি হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও দায়ের করেছে। তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। আজ সত্যি সত্যি তারা আমার ছেলেকে মেরে ফেলেছে।

স্থানীয়রা জানায়, সে দুটি সংসার করায় তার পরিবারে সমস্যা চলে আসছিল। ঘটনার দিন তার দ্বিতীয় স্ত্রীও বাড়িতে ছিল না। উভয় পরিবারে তার ৪টি সন্তান রয়েছে।

ঘটনাস্থলে থাকা দারগা সোহেল মিয়া বলেন, লাশে গাযে রক্তের দাগ দেখা গেছে, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে লাশ প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ