কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :”শিশু শ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস।
বুধবার ১২ জুন দুপুরে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নে নয়াপত্তনস্থ গুড নেইবারস্ বাংলাদেশ এর কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মধু ছন্দা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন, আদমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানে ৫০জন শিশু ও ৫০ জন অভিভাবক সহ মোট ১০৫ অংশগ্রহনকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা শিশু শ্রম বন্ধ কল্পে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। কারন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।