মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: শায়েস্তাগঞ্জের লস্করপুরে ট্রেনের ধাক্কায় ফুলবানু (৫০) নামে সিএনজি অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় সিএনজি চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ জুন) দুপুর ১টায় লস্করপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়।
নিহত ফুলবানু সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের উত্তর চরহামুয়া গ্রামের আবদুল্লাহ মিয়ার স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল দুপুর ১টায় চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশা লাইনে উঠে পড়লে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশা যাত্রী ফুলবানু ঘটনাস্থলেই মারা যান।
লেভেল ক্রসিংয়ের নিরাপত্তা কর্মীর দাবি বাঁশ ফেলে গেইট বন্ধ করলেও মিরপুরের দিক থেকে আসা শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা সিগনাল অমান্য করে রেললাইনে উঠে পড়ে। ফলে দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ফাড়ি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে হাসাপতাল মর্গে পাঠিয়েছে।