করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে ৯শ বস্তা চিনিসহ ১৩ চোরাকারবারি আটক

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুন, ২০২৪

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্ত দিয়ে চোরাই পথে চিনি, চাপাতা, জিরা, গরম মসলা ও মাদকসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। মাঝে মধ্যে আইন শৃংখলা বাহিনী চোরাকারবারি চক্রের সদস্যদের আটক করলেও মূলহোতারা থেকে যায় ধরাছোয়ার বাইরে। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে শায়েস্তাগঞ্জ মহাসড়কে এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে ও শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের বিরামচর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনির বস্তা ভর্তি ৫টি ট্রাক আটক করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক, হেলপার ও চোরাকারবারিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারের কথা স্বীকার করেছে। এসময় প্রতিটি ট্রাকে ১৮০ বস্তা করে মোট ৯শ বস্তা চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা।

শায়েস্তাগঞ্জ থানার ওসি আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতদের বাড়ি বিভিন্ন জেলায়। তাদের মূল হোতাকে খুঁজের বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দিয়ে শুক্রবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ