মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলের ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় এক অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় ৬০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারী পুটিজুরী বাজার এলাকায় ঘুরাঘুরি করছিলো। রাত সাড়ে ৯ টার দিকে তিনি পুটিজুরী বাজার হইতে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে পায়ে হেঁটে ডুবাঐ বাজারের দিকে যাচ্ছিলেন তিনি।
অজ্ঞাত ওই নারী মহাসড়কের হাসনাবাদ নামক স্থানে এসে মাঝ রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। এসময় একটি বাসের নিচে পড়ে চাকার সাথে পিষ্ট হলে মাথা এবং শরীর খণ্ডবিখণ্ড হয়ে রাস্তার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এসময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করলে পরে যান চলাচল স্বাভাবিক হয়।