মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
চুনারুঘাট প্রতিনিধি:
স্কাউট আন্দোলনের মাধ্য মে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার কাজ, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ইত্যাদি কাজে আত্মনিবেদন করায়, সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ মোঃ সাইফুল ইসলাম কে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড ২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয় ।
মোঃ সাইফুল ইসলামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পৌরসভা ১ নং ওয়ার্ডে। তিনি দীর্ঘদিন যাবত স্কাউটিং এর সাথে সম্পৃক্ত রয়েছেন এবং সমাজ সেবা ও সামাজ উন্নয়ন মুলক কাজে বিশেষ ভুমিকা রেখেছেন।
মোঃ সাইফুল ইসলাম বর্তমানে বাংলাদেশ স্কাউটস আখাউড়া রেলওয়ে জেলার আওতাধীন শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
খবর নিয়ে জানা যায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ তার হাত ধরে বাংলাদেশ স্কাউটস এর একটি সক্রিয় স্কাউট গ্রুপ হিসেবে পরিচিতি লাভ করে এবং তার উদ্যোগে শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ, স্কাউট সম্প্রসারণের পাশাপাশি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ সালামি বিতরণ, খাবার বিতরণ ও মেহেদী উৎসবের আয়োজন করা হয়।
মোঃ সাইফুল ইসলাম স্কাউট শাখায় স্কাউট অ্যাডভান্স কোর্স সম্পন্ন একজন স্কাউট লিডার। তিনি বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলার আওতাধীন সিলেট রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট ছিলেন। পড়াশোনার পাশাপাশি সিলেটে সমাজ সেবা ও সামাজ উন্নয়ন মুলক কাজে বিশেষ ভুমিকা রেখেছেন এবং স্কাউটের জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য ক্যাম্প, কোর্সে অংশ গ্রহণ করেছেন।তিনি ‘১১ তম জাতীয় রোভার মুট ২০১৭ টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ । হজ ক্যাম্প ২০১৮, ৬ষ্ঠ জাতীয় কমোডেকা ২০১৮ চাঁদপুর, কুমিল্লা।
১০ম জাতীয় স্কাউট ও ৩য় সানসো জাম্বুরি ২০১৯ গাজীপুর, ঢাকা। ন্যাশনাল ইউথ ফোরাম ২০২০ ঢাকা।
২য় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প ২০২০ সাবরাং,কক্সবাজার। সর্বশেষ ৩২ম এশিয়া প্যাসিফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩, গাজীপুর মৌচাকে অংশ গ্রহণ করেন। করোনাকলীন সময় ও সিলেটের ভয়াবহ বন্যায় সেচ্ছাসেবী হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভুমিকা রেখেছেন।
মোঃ সাইফুল ইসলাম জানান স্কাউটিং এ সম্পৃক্ততা তাকে আত্মমর্যাদায় বিশ্বাসী করে তুলেছে এবং মানব কল্যানে কাজ করতে সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন নিজ স্বার্থের জন্য অথবা কোনো কিছু পাওয়ার জন্য ভালো কাজ করিনা। ভালো কাজ কারার সুযোগটাই আমার জন্য বড় পাওয়া।