নিতেশ দেব লাখাই থেকে : লাখাই উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় আইকুল ইসলাম ( ৮) শিক্ষার্থী নিহত হয়েছে।
গতকাল বিকালে মোড়াকরি টু হবিগঞ্জ আঞ্চলিক সড়কের মোড়াকরি এলাকায় মাদ্রাসা থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় আইকুল ইসলাম আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করে।
আইকুল উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল আলীর ছেলে। আইকুল মোড়াকরির জামিয়া রশিদীয়া নামক একটি মাদ্রাসার হেফজ খানার শিক্ষার্থী ছিলেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।