মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৫-১৬ বছরের সকল শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন করানোর লক্ষ্যে রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার রেলকলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, স্কুলের প্রধান শিক্ষক মেহেরুন নেছা, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আবু ছালেহ মোঃ মামুন, সাংবাদিক শাহ মোস্তুফা কামাল, সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।
পরে স্কুলের শিক্ষার্থীদের কৃমিনাশক ঔষদ সেবন করিয়ে সপ্তাহ ব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়। এই কার্যক্রম চলবে ২৯ মে পর্যন্ত।