শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
চেয়ারম্যান আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার রীতা
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাচন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সু্ষ্টভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গননা শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনজুর আহসান এ ফলাফল ঘোষনা করেন।
চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন আনোয়ার হোসেন উনার প্রাপ্ত ভোট ১৮ হাজার ৬৮২ ভোট,
তার প্রতিদ্বন্ধী আব্দুল হাই টেলিফোন প্রতিক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৭৮৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন হাফেজ কামরুল ইসলাম, তিনি চশমা প্রতিকে পেয়েছেন ১৮ হাজার ৬৮৯ ভোট।তার প্রতিদ্বন্ধি ফারুক মিয়া পালকী নিয়ে পেয়েছেন ১১ হাজার ২৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নাজমুন নাহার রীতা, তিনি কলস প্রতিক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ১৬৩ ভোট,তার প্রতিদ্বন্ধী হাস প্রতিক নিয়ে হাসিনা আক্তার শিফা পেয়েছেন ১৩ হাজার ৯৫৬ ভোট।
রাত ১১টায় এ ফলাফল ঘোষনা করা হয়।