• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

লাখাইয়ে ৬ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৫ মে, ২০২৪

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির কাবিখা প্রকল্পের ৫৪০ মেট্রিক টন চাল বরাদ্দের ফাইল গায়েবের ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

মামলার আসামিরা হলেন- লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূর, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. নোমান সারওয়ার জনি, বামৈ ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন ফুরুক, করাব ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুছ ও বুল্লা ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ।

মামলায় উল্লেখ করা হয়, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ ও সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূরের সুপারিশে ২০২২-২০২৩ অর্থবছরে ৮টি প্রকল্পে ৫৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। যার বাজারমূল্য ২ কোটি ১৬ লাখ টাকা। আসামিরা প্রকল্প গ্রহণ, অনুমোদন, বরাদ্দ গ্রহণ ও প্রকল্প সম্পন্ন হওয়ার ভুয়া কাগজপত্র তৈরি করে টাকা আত্মসাৎ করেন। বাস্তবে ওই প্রকল্পগুলোর কোনো অস্তিত্ব নেই। প্রকল্পের যাবতীয় কাগজপত্র তৈরি করে ভুয়া তথ্য যুক্ত করে প্রধান নির্বাহী ব্যক্তি হিসেবে স্বাক্ষর দিয়ে ওই টাকা আত্মসাৎ করেছেন।

বাদিপক্ষের আইনজীবী এমএএএম গউছ উদ্দিন জানান, দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালককে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন।

মামলার বাদি সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন সংবাদপত্র ও টিভিতে লাখাই উপজেলার কাবিখা প্রকল্পের ফাইল গায়েব নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ অন্য আসামিরা জড়িত। দেশের সম্পদ এভাবে লুট হতে দেওয়া যায় না। তাই একজন সচেতন মানুষ হিসেবে এ মামলা দায়ের করেছি।

মামলার প্রধান আসামী লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ বলেন, নির্বাচনকে সামনে রেখে আমার প্রতি ভোটারদের খারাপ ধারণা দিতে মামলাটি দায়ের করা হয়েছে। এ প্রকল্পের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ