শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: বাহুবল উন্নয়ন ফোরাম, কেন্দ্রীয় কমিটি, ঢাকা এর নির্বাহী ও উপদেষ্টা কমিটির যৌথ সভা অদ্য ১৪ মে ঢাকায় ইন্টা: হোটেল উসমানীতে অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য সাবেক এএসপি মো: মোবারক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড: আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় চলতি বছর বাহুবল উপজেলা ব্যাপী ৫০ হাজার গাছের চারা লাগানোর লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় লায়ন প্রমোদ পাল, পারভেজ চৌধুরী, আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া, ড. নাজমুল ইসলাম, নেওয়াজ চৌধুরী, মোঃ মোশাহেদ উদ্দিন চৌধুরী. ডেপুটি রেজিস্ট্রার কামরুল হোসেন. মাহবুবুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বৃক্ষরোপণ, চক্ষু শিবির সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। কর্মসূচি সমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।