নিতেশ দেব, লাখাই ( হবিগঞ্জ) :-হবিগঞ্জের লাখাই উপজেলায় রিবন রুপা দাশ ( ৩৮) নামে এক প্রাইমারী স্কুল শিক্ষিকার মৃতঃ দেহ উদ্ধার করেছে পুলিশ।
রিবন রুপা দাশ ভরপূর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষককা হিসাবে কর্মরত ছিলেন।
রবিবার বিকালের দিকে উপজেলার হবিগঞ্জ মাদনা রোডের ঝনঝনিয়া ব্রিজ সংলগ্ন পাশ্ববর্তী এলাকার পতিত ভুমি থেকে মৃতঃদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যপারে লাখাইথানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়েরের সাথে আলাপ কালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ উদ্ধারস্থলে বিষের বোতল পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।