শায়েস্তাগঞ্জের গুচ্ছ গ্রামের মানুষের কষ্টে জীবন যাপন
সংবাদ প্রকাশের সময়:
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
শাহ মোস্তাফা কামাল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : শায়েস্তাগঞ্জে বাগুনিপাড়া গ্রামে গুচ্ছ গ্রামে ২৫টি পরিবার বসবাস করেছে। তারা সবাই দরিদ্র পরিবারের । মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসাবেএই বাসস্হান গুলো অসহায় পরিবারের মাঝে দেয়া হয়েছে। বর্তমানে এই ঘরগুলো ভালো মানের ঢেউটিন থাকলে ও নামমাত্র কাট দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে।এই ঘরগুলোতে বৃষ্টির পানি প্রবেশ করলে এতে প্রতিটি পরিবারের লোকজন কষ্টে কাটছে তাদের জীবন যাপন।
সরেজমিনে পত্রিকার সাংবাদিকদের কাছে অসহায় পরিবারের লোকজন তাদের কষ্টের কথা তুলে ধরেন। তারা আরো জানায় নানা সমশ্যায় তারা ভুক্ত ভোগী এমনকি পানি নিস্কাসনের ব্যবস্হ্যা ও নেই। তাদের অসুবিধা কথা সাংবাদিকদের কাছে এ অভিযোগ তারা তুলে ধরেন।
টিউবওয়েল এর পানি অন্যের জমিতে পড়লে জমির মালিক তাদের কে নানা ভাবে নির্য়াতন করে আসছে। তাদের এই সমশ্যা সমাধানের জন্য স্হানীয় কতৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছে।