• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে ইকবাল, আজমীরিগঞ্জে আলাউদ্দিন চেয়ারম্যান নির্বাচিত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৮ মে, ২০২৪

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি উপজেলায় একটানা চলে এ ভোট গ্রহন। ভোট শুরু হওয়ার পর ভোটার উপস্থিত কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি।

 

বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৮০৩ ভোট।

এছাড়াও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আলা উদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি কাপ-পিরিচ প্রতীকে ১৫ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আলী আমজাদ তালুকদার পেয়েছেন ১২ হাজার ৫০৩ ভোট।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ