শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট:
হবিগঞ্জের চুনারুঘাটের সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামের বিদ্যুৎপৃষ্টে নিহত কাউছার মিয়ার পরিবারকে এমপি সুমনের উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আয়েশা আক্তার নিহত পরিবারের হাতে চেক তুলেন দেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সদর ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান চৌধুরী নোমান, ইউপি সদস্য সেফুল আক্তার, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সেলিম আহমেদ প্রমুখ।
এছাড়াও সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাও গ্রামে বজ্রপাতে নিহতর নগদ ২০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার ও পিআইও প্লাবন পাল। এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দালুর রহমান আব্দাল উপস্থিত ছিলেন।