মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট;
টেকনাফ থেকে নিয়ে আসা ৫০০ পিছ ইয়াবাসহ ফয়েজ আহমেদ (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬মে) বিকেলে চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে এএসআই সুবীর চন্দ্র দেব ও এএসআই মহসিন কবির সহ একদল পুলিশ উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
ফয়েজ আহমেদ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা পুরাতন পল্লম পাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় সন্ধ্যায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে টেকনাফের একটি মাদকের চালান সিলেটে পাচার হবে।
এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হাতে থাকা কাপড় রাখার ট্রলি লাগেজে বিশেষ কায়দায় লোকায়িত ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই লিটন রায় বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, ফয়েজ শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ শিমুলতলা এলাকায় বাসা ভাড়া করে টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।