• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৪ মে, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

কুলাউড়া থানা সুত্রে জানা যায়, শুক্রবার (৩ মে) রাত সাড়ে ১০টায় কুলাউড়া শহরের পৌর এলাকার শিবির রোডের শফিক অটো ফার্নিচার নামক একটি প্রতিষ্টানের সামনে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য হৃদয় আহমদ বাহার (৩০), আল আমিন (৩৭) ও সাজু মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় পুলিশ গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১টি খেলানা পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার, মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন লোক শিবির রোড এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ