• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বড়লেখায় পুলিশের ওপেন হাউজ ডে ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১ মে, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা থানায় পুলিশের অয়োজনে ওপেন হাউজ ডে-মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বড়লেখা থানা প্রশাসনের আয়োজনে থানা হলরুমে ওপেন হাউজ ডে ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করলে পুলিশ কাউকে ছাড় দিবে না। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনে তার দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আপনারাও দেশের সুনাগরিক হিসেবে পুলিশকে সহযোগিতা করবেন।

 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে ওপেন হাউজ ডে’র মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, বড়লেখা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বাবু সুব্রত কুমার দাস শিমুল, দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী প্রমুখ।

 

ওপেন হাউজ ডে’র এই মতবিনিময় সভায় বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, গ্রাম পুলিশের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ