শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
মোঃশাহ মোস্তফাকামাল ,শায়েস্তাগঞ্জ থেকে!! শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনে তীব্র গরমে ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা । শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই বাড়ছে। সম্ভাব্যপ্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। সভা সমাবেশে যোগ দিচ্ছেন বিভিন্ন পাড়া মহল্লায়।
প্রচার প্রচারণায় ছুটে চলেছেন প্রার্থীর সমর্থক কর্মীরাও। অন্যদিকে প্রার্থীর পরিবারের লোকজনকেও গণসংযোগে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে দেখা গেছে ।শায়েস্তাগঞ্জ উপজেলা ঘিরে রয়েছে জনসাধারণের কৌতূহল। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন মহলে শুরু হয়েছে গণসংযোগ।বিভিন্ন পার্টি দিয়েও চলছে নির্বাচনী আলোচনা। ভোটাররা জানান, জনপ্রতিনিধি হিসেবে বিপদে-আপদে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই ভোট দিবেন তারা। তাছাড়া জন বিচ্ছিন্ন কোন প্রার্থীকে তারা প্রার্থী হিসাবে নির্বাচিত করতে চান না।
ভোটাররা আরও জানান, তারা শতভাগ যোগ্য ব্যক্তিকেই ভোট দিবেন। আগামী ২৯ মে শান্তিপূর্ণ পরিবেশে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনে জনবান্ধব ও পছন্দের প্রার্থীর পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে চেয়ারম্যান পদে জোর প্রচার প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ৫গ্রাম ঐক্য পরিষদের নেতা ও আওয়ামীলীগের সিনিয়র নেতা আতাউর রহমান মাসুক। অন্যদিকে চেয়ারম্যান পদে গাজিউর রহমান সাজু, মোঃ রকিব আহমেদ ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের উত্তরসুরী সানিউল হক শুভ ও প্রচার-প্রচারণায় রয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে সাবেক পৌর কাউন্সিলর ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজল আলী, হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ ও শায়েস্তাগঞ্জ পেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, খন্দকার শফিক মিয়া সরদার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির আসাদ ও ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন জাকারিয়া প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, মমতাজ বেগম ডলি, শুভা আক্তার ও রবিনা আক্তার রুবি তারাও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় ভোটার সংখ্যা ৫০হাজারের ও অধিক রয়েছেন।শায়েস্তাগঞ্জ উপজেলা জুড়ে নির্বাচন নিয়ে এখন সর্বত্র চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।